আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Mirza-Abbas20140718234547ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির নামে প্লট বরাদ্দ বিষয়ে দুর্নীতির মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বিএনপি নেতা মির্জা আব্বাসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইমরুল কায়েস মামলাটিতে দাখিলকৃত চার্জশিট আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। আগামী ২৫ মার্চ পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিনও ধার্য করেছেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলার অপর আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।

মামলার অভিযোগে বলা হয়, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেয়। যাতে সরকারের ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি মাত্র ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকায় বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে আসামিরা আত্মসাত করেন।

ওই অভিযোগে গত বছর ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G