এটিএম জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকে বৈঠক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৬ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Slideবিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জালিয়াত করে বুথ থেকে টাকা চুরির ঘটনায় সব বাণিজ্যিক ব্যাংককে বৈঠকের জন্য আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বিকাল ৩টায় রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্ড বিভাগের প্রধানদের ডাকা হয়েছে। এটিএম কার্ড জালিয়াত রোধ ও সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সম্প্রতি তিন ব্যাংকের চারটি এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এই বৈঠক ডাকা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, এটিএম বিষয়ে সার্বিক আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনে জোর দেয়ার পাশাপাশি ব্যাংকগুলোর মতামত নেয়া হবে। তারা কী চায় বা আরো কী কী করা দরকার তা খতিয়ে দেখা হবে।
 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G