কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছি

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৭ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪১ অপরাহ্ণ

অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের সঙ্গে সুসম্পর্ক রাখার কথা বলছেন। সৌদি আরবের নেতৃত্বে অর্থনৈতিক ও কূটনৈতিক বিরোধের জের ধরে বর্তমানে দেশটিকে একঘরে করে রাখা হয়েছে।

এ ধরনের এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সিবিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কাতারের সঙ্গে সুসম্পর্কের প্রত্যয় ব্যক্ত করেন।

ট্রাম্পের সৌদি সফরের পর সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগে ৫ জুন কাতারের ওপর অবরোধ দেয় উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) তিন দেশ ও তাদের আরব ও অনারব মিত্ররা। সেই অবরোধের পর পরই টুইট করে কৃতিত্ব নিয়েছিলেন ট্রাম্প। তিনি কাতারকে সন্ত্রাসে সহযোগিতার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এর এক মাসের বেশি সময় পর নিজ অনড় অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটি সরানো হবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই ঘাঁটিতে ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। সামরিক ঘাঁটি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কাতারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাচ্ছি এবং সামরিক ঘাঁটি নিয়ে কোনো ঝামেলা চাচ্ছি না।

চলতি বছরের মে মাসে সৌদি আরব সফর করেন ট্রাম্প। সেই সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদসহ অন্য আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাঁর সফর শেষ হওয়ার পর পরই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় মিসর, মালদ্বীপসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G