কোকিল ডাকার প্রতীক্ষা ফুরাল আজ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৫ সময়ঃ ৯:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

image_92_35853বসন্ত মানেই বাঙালির বাসন্তি রঙ ও ফুলের সাজে নিজেকে সাজিয়ে তোলা। কৃষ্ণচূড়া-পলাশের রাঙা হাসিতে প্রকৃতিতে ফিরে এলো প্রাণের উষ্ণতা।

বাতাসের ফিসফাসে বাজে রবি-গানের সুর ‘আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো।’

অাজ ফাল্গুনের প্রথম দিন, নিসর্গে ঋতুরাজ বসন্তের রঙিন শাসন শুরু হয়েছে। নর-নারীর বাসন্তীসাজ সেই কথাই মনে করিয়ে দেয় ফুল ফুটুক আর নাই ফুটুক, দুয়ারে এসেছে বসন্ত। ঋতু রাজ বসন্তের আগমনে শীত যেমন আস্তে আস্তে করে ধরণী থেকে বিদায় নেয়, ঠিক তেমনি এই ঝরা পাতার দিন নতুন করে প্রকৃতিকে রঙিন ভাবে সাজানোর দায়িত্বও নিজের কাঁধে তুলে নেয়।

আমাদের আবহমান গ্রাম বাংলা এই বসন্ত কালে শত শত বছর ধরেই নিজেকে বর্ণিল রঙ্গে রাঙিয়ে তুলে। আমাদের যত উৎসব, মেলা, বিনোদন সবই এই বসন্তকে ঘিরে।

কালের পরিক্রমায় আজ আমরা আধুনিক সমাজ বেবস্থার অংশ হলেও, আমাদের এই নাগরিক জীবনে বসন্তের এই আবেদন এতটুকো ম্লান হয়নি।

তাইতো আজও আমরাIMG_4397 বসন্তের আগমনের দিনে রঙিন কাপড়ে নিজেকে রাঙিয়ে তুলার চেষ্টা করি। বাড়িতে ভালো রান্না করি, গান করি, প্রিয় জনকে নিয়ে ঘুরতে বের হই।

ফাল্গুনের প্রথম দিন শুক্রবার। ঋতুরাজ বসন্ত ছুঁয়েছে বাংলার প্রকৃতি।

দেশের সুখ ম্লান বাস্তবতায়ও তারুণ্য উচ্ছ্বাসে বসন্ত বরণ করে নেবে। ফুল ফোটা আর না ফোটায় কি যায় আসে !

ফাল্গুন এল-কোকিলের মিষ্টি করে ডাকার প্রতীক্ষা ফুরাল, বুনো ফুলের জীবন মেলে সৌরভ বিলানোর বাসনার অপেক্ষাও শেষ হল।

আজ আলের ধারে, বুনো ঝোপে লাল, সাদা, নীল, হলুদ কত বিচিত্র ফুল হাসবে। ফুলের বাড়ি যেতে ব্যস্ত মৌমাছির আর তর সইবে না। ঝিঁঝি পোকারা বনে বনে অপূর্ব দ্যোতনায় সুর ছাড়াবে। শীতভর ক্ষয়ে ক্ষয়ে রুক্ষ প্রাণহীনতার কাছে সঁপে দেওয়া গাছগুলোর পত্রপল্লবের প্রাচুর্যে মেতে উঠবে, ধূসরতায় লাগবে সবুজের ছোঁয়া।

12022014_008_BOSHONTOনাগরিক জীবনে ঋতুরাজ বৈচিত্র্য নিয়ে ধরা না দিলেও কোথাও পথের ধারে কৃষ্ণচূড়ার রক্তিম শোভা নানা যন্ত্রণাক্লিষ্ট ব্যস্ত নাগরিকদের হঠাৎই মনে করিয়ে দেবে বসন্তের কথা।

নগরীর বৃক্ষ নিবিড় কোনো পার্কে কোকিলের ডাক ক্ষণিকের জন্য মুগ্ধ করবে কখনো। অবশ্য বসন্ত বরণ উৎসবের মধ্যমণি আজ এ নগরই।

আমাদের সৃষ্টিশীলতায় বসন্তের প্রভাব ব্যাপক। ফাল্গুন ও চৈত্র মাসের এ ঋতুটি আমাদের ভাবের জগৎকে বিপুলভাবে সমৃদ্ধ করেছে।

তরুণীরা বাসন্তী রঙের শাড়ি পরে খোঁপায় গাঁদা, গোলাপ, পলাশসহ নানা ফুল গুঁজে আর তরুণরা বাসন্তী রঙের পাঞ্জাবি ও ফতুয়ায় সাজাবে নিজেদের। রাজধানীর পথে পথেই দেখা মিলবে তাদের। ভরে উঠবে বসন্তের ছোয়া সবার মনে মনে এই রঙ্গিন দিনে। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে সাজবে সবাই প্রাণ ভরে।

প্রতিক্ষণ/এডি/আকিদুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G