গোপালগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ মে ৮, ২০১৭ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:

চ্যানেল২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় এ কর্মসূচি পালিত হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

আজ সোমবার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোটালীপাড়া উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

অবিলম্বে সাংবাদিক রাজুর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

মানববন্ধনে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে দৈনিক সংবাদের গোপালগঞ্জ প্রতিনিধি রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস এম হুমায়ুন কবীর, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাহাবউদ্দিন হিটু, গোপালগঞ্জ উদীচীর সভাপতি মো. নাজমুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহসিন উদ্দিন সিকদার, সদর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রনি হোসেন কালু, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা প্রমুখ বক্তব্য দেন।

অপরদিকে, একই দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমকালের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রতন সেন কংকন, কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, যুগান্তরের মেহেদী হাসনাত, ইত্তেফাকের গৌরাঙ্গ লাল দাস, খবরের মোল্লা মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে একদল সন্ত্রাসী চ্যানেল২৪ ও মানব কণ্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। ঐ ঘটনায় রাজু নিজে বাদী হয়ে পরের দিন শুক্রবার একজনের নাম উল্লেখ করে আরো ৫-৬ জনের সংশ্লিষ্টতা রয়েছে মর্মে মামলা দায়ের করেন। ঘটনার চার দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G