চলচ্চিত্র প্রযোজনায় জয়া আহসান

প্রথম প্রকাশঃ মার্চ ১৬, ২০১৭ সময়ঃ ৯:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

নন্দিত কথা সাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে ‘দেবী’ চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন ‘আয়নাবাজি’ ছবির সংলাপ-চিত্রনাট্যকার অনম বিশ্বাস।

‘সি-তে সিনেমা’ ব্যানার থেকে নির্মিত হতে যাওয়া এই চলচ্চিত্রের মাধ্যমে প্রযোজক হিসেবে আত্নঃপ্রকাশ করছেন জয়া আহসান। তিনি নিজেও এই ছবিতে অভিনয় করছেন উপন্যাসের রানু চরিত্রের ভূমিকায়।

উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র মিসির আলীর চরিত্রে ‘দেবী’ চলচ্চিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে ।

এছাড়াও রানুর স্বামী আনিসের চরিত্রে অভিনয় করছেন নির্মাতা অনিমেষ আইচ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে জয়া বলেন, হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকে অনুমোদন ও সরকারের অনুদান প্রাপ্তির পর থেকেই আমরা এটি নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। আগামী ২০শে মার্চ থেকে দিনাজপুরের একটি গ্রামে এর শুটিং শুরু হবে। এরপর হবে নাটোরে। আশা করছি, ভালো কিছু হবে। আমরা শতভাগ চেষ্টা করবো হুমায়ূন স্যারের মূল উপন্যাসের বিষয়টি ধরে রাখতে।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G