চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০১৭ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের শিবনগর এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় চুড়ান্ত অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সোয়াত টিমসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এ অভিযান শুরু করে।

এর পর সেখানে মুহুর্মুহু গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম জানান, এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন ঈগল হান্ট’।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আবদুল মান্নান বলেন, “সোয়াট সদস্যরা অপারেশন শুরু করেছেন। একতলা ঐ বাড়ির ভেতরে নারী ও শিশুসহ চারজন আছে বলে আমরা ধারণা করছি। দিনে মাইকের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি।”

এর আগে বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে দুটি হেলিকপ্টারযোগে সোয়াতের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। আগে থেকেই সেখানে অবস্থান করছিল কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

এছাড়া আভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। শিবগঞ্জ ও নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সও সেখানে আনা হয়।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে অবস্থান নেয় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। একপর্যায়ে বাড়ি থেকে গ্রেনেড ও গুলি ছোড়া হয় বলে দাবি করে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G