ক্যাম্পাস প্রতিনিধি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০১৫ শুরু হয়েছে।
গত মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে মেকানিক্যাল (এমই) বিভাগ বনাম পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই)বিভাগের ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে পিএমই বিভাগ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম।
ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. আশুতোষ সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. স্বপন কুমার পালিত, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন প্রফেসর ড. মো: হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. বদিউস সালামসহ বিভিন্ন বিভাগের প্রধান, ডেপুটি ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো: মইনুল ইসলাম, ডেপুটি চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার জনাব নির্মল কুমার বড়ুয়া, ফিজিক্যাল এডুকেশন অফিসার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।
প্রতিক্ষণ/তপু