জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠক

প্রকাশঃ ডিসেম্বর ৫, ২০২২ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

রাজনীতি প্রতিবেদক

সোমবার সচিবালয়ে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকার জন্য এবং স্বাধীনতা অর্জনের পর আজ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকার জন্য বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকিকে ধন্যবাদ জানিয়েছি। ইতো নাওকি আশাবাদ প্রকাশ করেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে উন্নয়নের পূর্বশর্ত। বিএনপি ও তার মিত্রদের সাংঘর্ষিক রাজনীতির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এগুলো যে উন্নয়নের প্রতিকূলতা, সে বিষয়ে জাপানও একমত। জাপান চায় বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকুক।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে জাপান-বাংলাদেশ মিত্রতার ৫০ বছর উদযাপন হয়েছে। বাংলাদেশে জাপানের অনেকগুলো প্রকল্প চলমান। আমরা তা নিয়ে আলোচনা করছি। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়েছে। মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরীতেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে জাপান আগ্রহ দেখিয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের প্রথম পর্যায়ের কাজ শেষদিকে। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G