টুইটারের ৩০০০ কর্মী গণছাঁটাই শুরু

প্রকাশঃ নভেম্বর ৪, ২০২২ সময়ঃ ২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৩ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

টুইটারের নতুন কর্তা ইলন মাস্ক ভারতীয় নাগরিক সিইও পরাগ আগরওয়ালকে বাদ দেবার পর এবার টুইটারের অন্তত তিন হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছেন । জানিয়েছেন, সংস্থার সাফল্যের জন্য এই পদক্ষেপ ‘দুর্ভাগ্যজনক ভাবে জরুরি’। ছাঁটাই হয়েছেন কি-না, তা ইমেলের মাধ্যমে জানতে পারবেন কর্মীরা।

টুইটারের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘‘টুইটারকে একটি স্বাস্থ্যকর পথে ফিরিয়ে আনার জন্য শুক্রবার আমরা বিশ্ব জুড়ে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন পদক্ষেপ করছি। কিন্তু সংস্থার সাফল্যের জন্য এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক ভাবে জরুরি।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইমেলের মাধ্যমেই হবে ছাঁটাই প্রক্রিয়া। শুক্রবার সকাল ৯টার (আমেরিকার সময়) মধ্যে প্রত্যেক কর্মী একটি করে ই-মেল পাবেন। ভারতীয় সময় তখন প্রায় রাত সাড়ে ৯টা। মেলের শিরোনামে লেখা থাকবে, ‘টুইটারে আপনার ভূমিকা’। দরকারে স্প্যাম ফোল্ডারেও সংস্থার মেল খোঁজ করতে হবে, জানিয়েছে টুইটার।

চাকরি রয়েছে, না নেই কী ভাবে বুঝবেন কর্মীরা, তা-ও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। চাকরি না থাকলে টুইটারের ইমেলের মাধ্যমে নোটিফিকেশন যাবে। চাকরি থাকলে ব্যক্তিগত ইমেলের মাধ্যমে নোটিফিকেশন যাবে, যেখানে বলা থাকবে পরবর্তী পদক্ষেপ। ৪ নভেম্বর, শুক্রবার বিকেল ৫টার মধ্যেও কোনও কর্মী যদি সংস্থার এইচআরের ইমেল না পান, সে ক্ষেত্রে নিজেকেই একটি মেল করতে হবে।

সংস্থা আরও জানিয়েছে, ‘প্রত্যেক কর্মী তথা টুইটারের কম্পিউটার ডেটার নিরাপত্তার খাতিরে’ বেশ কয়েকটি অফিস সাময়িক ভাবে বন্ধ রাখা হবে। পাশাপাশি সংস্থা স্বীকার করে নিয়েছে যে, তাদের এই সিদ্ধান্তের ফলে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে কর্মীদের। সংস্থার গোপন বিষয় সমাজমাধ্যম, সংবাদমাধ্যমে আলোচনা না করার জন্য ধন্যবাদও জানিয়েছে টুইটার।

প্রসঙ্গত, ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারের সিইও পরাগ আগরওয়াল, লিগাল এগ্‌জ়িকিউটিভ বিজয়া গাড্ডে, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সিগাল এবং জেনারেল কাউন্সেল শিন এজ়েটকে ছাঁটাই করেছেন মাস্ক। এর পরেই আমেরিকার একটি সংবাদমাধ্যম দাবি করে, সংস্থার ৭,৫০০ কর্মীর অর্ধেকেরও বেশিকে ছাঁটাই করা হবে। শুক্রবার থেকে সে প্রক্রিয়াই শুরু হচ্ছে।

সূত্র : বিবিসি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G