ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণ, থানায় মামলা

প্রথম প্রকাশঃ নভেম্বর ২০, ২০২৫ সময়ঃ ৯:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাড়িতে ককটেল নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আকস্মিক এ ঘটনার পর রাফিয়ার পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ হামলা চালানো হয়। পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত রাতে ঘটনাস্থল পরিদর্শন করে।

রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা নেওয়া হয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G