ঢাকায় নাসিরুদ্দিন শাহ

প্রথম প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৭ সময়ঃ ৫:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৩ অপরাহ্ণ

অভিনেতা নাসিরুদ্দিন শাহ

ঢাকায় এসেছেন ভারতের প্রতিথযশা অভিনেতা-নির্মাতা নাসিরুদ্দিন শাহ। সঙ্গে আছেন তার স্ত্রী ও সন্তান।

বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে আগামীকাল ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘ইসমত আপাকে নাম’।

সিটি ব্যাংক নিবেদিত নাটকটিতে নাসিরুদ্দিন শাহসহ অভিনয় করবেন তার স্ত্রী অভিনেত্রী রত্মা পাঠক শাহ এবং তাদের তিন সন্তানের মধ্যে একমাত্র কন্যা হিবা শাহ।

মূলধারা ও ধ্রুপদিসহ বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের জন্য খ্যাত ভারতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি ইতোমধ্যে পেয়েছেন দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক সম্মাননা। পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মানজনক রাষ্ট্রীয় পদক পদ্মশ্রী ও পদ্মভূষণ। বাংলাদেশে বলিউড নন্দিত ‘শাহ’ পরিবারের এটাই প্রথম সফর।

‘ইসমাত আপাকে নাম’-এর মাধ্যমে খ্যাতিমান লেখক ইসমাত চুখতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G