থাই চিকেন কারি

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৫ সময়ঃ ৫:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ পূর্বাহ্ণ

Parmalat-Thai-Green-Curry-Chickenভিনদেশি রান্নার প্রতি  সবারই আগ্রহ  থাকে।
চলুন আজকে জেনে নেই তেমনি একটি থাই অথেনটিক রেসিপঃ

 

উপকরণঃ

রসুন-১টি

 লেমন গ্রাস

রেড থাই কারি পেস্ট-৪টেবিল চামচRed_Thai_Chick_Curry_large

হাড় ছাড়া মুরগির মাংস(৪টি মুরগির বুকের মাংস)

ফিশ সস- ১চা চামচ

ব্রাউন সুগার/চিনি-১চা চামচ

লেবু পাতা-৪টি

নারকেলের দুধ-৪০০মিঃ লিঃ

ধনেপাতা-২০গ্রাঃ

 

প্রণালীঃ MG_2183

প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিতে হবে।
তেল গরম হয়ে আসলে তাতে রসুন দিয়ে ৩,৪মিনিট ভেজে নিতে হবে।

এরপর কারি পেস্ট দিয়ে নাড়াতে হবে কিছুক্ষণ পরপর।
এবার মুরগির মাংস,লেমন গ্রাস,ফিশ সস,লেবু পাতা এবং নারকেলের দুধ দিয়ে ১৫মিনিট রান্না করতে হবে।

রান্না প্রায় হয়ে আসলে লেমন গ্রাস এবং ধনেপাতা দিয়ে আরও ৩মিনিট রান্না করতে হবে।
চুলা থেকে থেকে নামিয়ে সার্ভিং ডিশ এ ঢেলে পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন মজাদার থাই চিকেন কারি।

নিউট্রিশনঃThai-Red-Curry-Chicken-Supper-for-a-Steal1

ক্যালরি

প্রোটিন

কার্বোহাইড্রেট

ফ্যাট

ফাইবার

এই থাই ডিশ কমপক্ষে চার জন মানুষের খাবার উপযোগি।

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G