দুদকের মামলায় বদির জামিন

প্রকাশঃ মার্চ ২০, ২০১৭ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

জামিন পেয়েছেন আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি। জরুরী অবস্থার সময় ২০০৭ সালের ১৭ ডিসেম্বর নগরীর ডবলমুরিং থানায় জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার করা হয় এই সংসদ সদস্যকে।

সোমবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিনের আদালত বদিকে জামিন দেন।

জামিনের বিষয়টি প্রতিক্ষণকে নিশ্চিত করেছেন বিভাগীয় বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।

দুদক সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের উপ-পরিচালক-২ আবুল কালাম আজাদ বাদি হয়ে ২০০৭ সালে বদির বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বদির বিরুদ্ধে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা ১১ পয়সা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ এবং ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। ২০০৮ সালের ২৪ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। ২৭ জুলাই অভিযোগপত্র আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য তা বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন মহানগর দায়রা জজ। বিভাগীয় বিশেষ জজ আদালতে এক দফা অভিযোগ গঠনের শুনানি হয়। তবে অভিযোগ গঠন হয়নি।

এর মধ্যে ২০০৮ সালের ২০ আগস্ট বদির রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি রিট আবেদনের প্রেক্ষিতে জারি হওয়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

আট বছর পর চলতি বছরের ৩ জানুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রম চালানোর আদেশ দিয়ে রুলের নিষ্পত্তি করেন। একইসঙ্গে আসামিকে ৩০ কার্যদিবসের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন। গত ৫ মার্চ হাইকোর্টের আদেশের নথি বিচারিক আদালতে এসে পৌঁছেছে।

এরপর সাংসদ বদি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিনের আদালত বদিকে জামিন দেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G