নওগাঁর কমিউনিটি ক্লিনিকে পানির তীব্র সঙ্কট

প্রকাশঃ মে ১৫, ২০১৭ সময়ঃ ১:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

নয়ন বাবু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের ১০ হাজার মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে কাজ করছে কমিউনিটি ক্লিনিক। কিন্তু শুরু থেকেই বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়ছেন রোগীরা।

ক্লিনিকে দায়িত্বরত সেবা প্রদানকারী সিএইচপি আমিনা বেগম জানান, এখানে প্রতিদিন ইউনিয়নের প্রায় ৬০/৭০ জন রোগী আসেন চিকিৎসা সেবা নিতে। কিন্তু ক্লিনিকে শুরু থেকেই পানির সমস্যা। এখানে একটি টিউবওয়েল বসানো হলেও কয়েক দিনের মধ্যে সেটি বিকল হয়ে যায়। ক্লিনিকে পানির ব্যবস্থা না থাকায় রোগী ও রোগীর লোকজনের জন্য অন্য গ্রাম থেকে পানি সংগ্রহ করতে হয়। এছাড়া পানি সংকটের কারণে টয়লেটগুলো বন্ধ থাকায় রোগীরা সবচেয়ে বেশি বিপদে পড়েন।

আমিনা বেগম বলেন, আমি নিজের প্রয়োজনীয় পানির সমস্যা সমাধানের জন্য নিজ খরচে একজন আয়া রেখেছি। ক্লিনিকে জরুরী ভিত্তিতে পানির সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত তা সমাধান হয়নি।

এ বিষয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম জানান, হরিপুর কমউিনিটি ক্লিনিকে পানির সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য বিভাগে আবেদন করা হয়েছে।

নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. রওশন আরা খানম জানান, ঐ ক্লিনিকে দ্রুত পানির ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, পল্লীর হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০১৩ সালে সারা দেশে চালু করা হয় কমিউনিটি ক্লিনিক।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G