WordPress database error: [Disk full (/tmp/#sql_1df056_0.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device")]
SELECT COLUMN_NAME FROM INFORMATION_SCHEMA.COLUMNS WHERE table_name = 'sdsaw42_hsa_plugin' AND column_name = 'hsa_options'


Warning: mysqli_num_fields() expects parameter 1 to be mysqli_result, bool given in /var/www/vhosts/protikhon.com/httpdocs/wp-includes/wp-db.php on line 3547

WordPress database error: [Duplicate column name 'hsa_options']
ALTER TABLE sdsaw42_hsa_plugin ADD hsa_options VARCHAR(2000) NOT NULL DEFAULT ''

পড়ালেখা: তৃতীয় শ্রেণীর পরীক্ষার জন্য প্রশ্নপত্র পড়ালেখা: তৃতীয় শ্রেণীর পরীক্ষার জন্য প্রশ্নপত্র

পড়ালেখা: তৃতীয় শ্রেণীর পরীক্ষার জন্য প্রশ্নপত্র

প্রথম প্রকাশঃ মে ৭, ২০১৬ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ অপরাহ্ণ

শারমিন আকতার

 

questionEXAMINATION

 

  Class – 3

Bangla 1st paper                                                         

Total Marks  –  100    

Time:  1½                                              

Answer  All Questions.                                              

 

Name—————————————                        ID  NO: —————————–

 

ক. শব্দার্থ লিখ (যেকোন ১৫টি) :                       নম্বর: ১৫* ১=১৫

১. বল =                 
২. পরিমাপ = 
৩. কল্যাণ =
৪. সংকোচন = 
৫. কবল = 
৬. পদক্ষেপ = 
৭. রেখা = 
৮. চিত্র = 
৯. যৌথ =

১০. শৃঙগ =

১১. অবৈতনিক =

১২. সমাধি=

১৩. ব্যাপক =

১৪. উদ্যান =

১৫. জরিপ =

১৬. শৈশব =

১৭. খাটা =

১৮. চত্বর =

খ. ভুল বানান শুদ্ধ কর : (যেকোন ১৫টি)                             নম্বর: ১৫ * ১ = ১৫

১. ডিসেম্বড় = 
২. কেলাধুলা = 
৩. রভীন্দ্রনাথ = 
৪. ধনি = 
৫. নাঘরিক = 
৬. পুড়স্কার = 
৭. প্রথিবেশী = 
৮. এশিআ = 
৯. জাতীঅ = 

১০. দূড়ত্ব =

১১. সাঁথার =

১২.আভিস্কার =

১৩. যাপান =

১৪. ওভিযাত্রী =

১৫. উৎসভ =

১৬. শৃঙঘ =

১৭. ভাঙালি =

১৮. ড়াষ্ট্রভাষা =

গ. বিপরীত শব্দ লিখ: (যেকোন ১৫টি)                    নম্বর:  ১৫* ১ = ১৫

১. দৃষ্ট = ১০. দুর্গম =
২. আগ্রহ = ১১. ক্ষয় =
৩. বিখ্যাত = ১২. হাসি =
৪. উজ্জ্বল = ১৩. পরিচিত =
৫. ভেতর = ১৪. সচেতন =
৬. ছোট = ১৫. জমকালো =
৭. দেখা = ১৬. উপায় =
৮. ভিন্ন = ১৭. পছন্দ =
৯. বাধ্য = ১৮. সম্মান =

ঘ. এক কথায় প্রকাশ কর:(যেকোন ১২টি)                  নম্বর: ১২ * ১ = ১২

১. যারা খেলে = ৯. বেশি কথা বলে যে =
২. অন্য পক্ষ = ১০. যে ব্যক্তি বিদেশে থাকে =
৩.অভিনয় করে যে = ১১. অনেকের মধ্যে এক =
৪. খাওয়ার ইচ্ছা = ১২. যিনি বেশি কথা বলে না =
৫. পান করার ইচ্ছা = ১৩. দ্রুততার সাথে =
৬. সকলের প্রিয় = ১৪. খ্যাতি আছে যার =
৭. যারা খেলে = ১৫. যে গাছ কোন কাজে লাগে না =
৮.লজ্জা আছে যার =

ঙ. সঠিক উত্তরের ওপরে টিক চিহ্ন দাও :                        নম্বর:   ১০ * ১ = ১০

১. কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয় ?
ক. জিয়াউর রাহমানের নেতৃত্বে খ. শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে

২. জাপানে চা পর্বকে কী বলা হয় ?
ক. চা-নো-য়ু খ. ই্-উ-চিং

৩. জাতীয় চিত্রপ্রদর্শনীতে জয়নুল আবেদিন মোট কয়টি জলরং ছবির জন্য পুরস্কার পান?
ক. ছয়টি জলরং ছবির জন্য খ. আটটি জলরং ছবির জন্য

৪.ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কত নম্বর সেক্টরের সাব কমান্ডার ছিলেন?
ক. ৯ নম্বর সেক্টরের খ. ৭ নম্বর সেক্টরের

৫. কে হিমালয়ের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটি আবিস্কার করেন ?
ক. নূর হোসেন খ. রাধানাথ শিকদার

৬. কত বছর বয়সে শিশুরা বিদ্যালয়ে যায় ?
ক. দশ বছর বয়সে খ. ছয় বছর বয়সে

৭. জয়নুল আবেদিন কখন থেকে ছবি আঁকতেন ?
ক. যখন স্কুলে পড়তেন তখন থেকে খ. যখন কলেজে পড়তেন তখন থেকে

৮. এভারেস্টের উচ্চতা কত মিটার ?
ক. ৮,৮৩৯ মিটার খ. ৯,৯৪৫ মিটার

৯. কোন দেশ দেখতে ফুলের মত সুন্দর ?
ক. জাপান খ. ইংল্যান্ড

১০. হিমালয়ের পাদদেশে ছোট্ট ও সুন্দর দেশটির নাম কী ?
ক. ভুটান খ. শ্রীলংকা

১১. বাংলাদেশ থেকে মোট কতজন এভারেস্ট জয় করে?
ক. পাঁচ জন খ. দুই জন

১২. গারোরা বাংলাদেশের কোন জেলায় থাকে?
ক. ময়মনসিংহ খ. ভোলা

১৩. এভারেস্টের চূড়ায় কে প্রথম পা রাখেন?
ক. তেনজিং নোরগে খ. ওয়াসফিয়া নাজরীন

চ. বাক্যরচনা কর ( যেকোন ৫টি ) :                নম্বর:  ৫ * ২ = ১০

১. আদর্শ =

২. বিপদ =

৩. দেশ =

৪. বিদ্যালয় =

৫. শিক্ষক =

৬. পত্রিকা =

৭. ইচ্ছা =

৮. ভবিষ্যৎ =

ছ. নিচের যেকোন একটি বিষয় বেছে নিয়ে সে সম্পর্কে লিখ :               নম্বর: ১০ *১=১০

১. আমার বাবা
২. বর্ষাকাল
৩. আমার দেশ

জ. নিচের অনুচ্ছেদটি ভালোভাবে পড় এবং প্রশ্নের উত্তর দাও:            নম্বর: ১০ * ১ = ১০

বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান। শিয়াল মামা আজ খুব খুশি। চারদিকে কড়া রোদ অথচ হঠাৎ আবার বৃষ্টি। কড়া রোদ আর বৃষ্টির মধ্যেই কেক শিয়ালের বিয়ে হয়। বিয়েতে বনের সবায় এলেও খরগোস আসেনি। কেন কেন কেন ? কারণ আজ যে খরগোস আর কচ্ছপের দৌঁড় প্রতিযোগিতা ! ! খরগোসতো মহা আনন্দে জোরে দৌড় শুরু করল। আর কচ্ছপ আস্তে আস্তে আসছিল। খরগোস অনেকদূর চলে গেল। পথের মধ্যে দুই ইঁদুর খেলছিল। খরগোস তাদের সাথে খেলতে শুরু করে দিল। এরপর ক্লান্ত হয়ে পড়লে একটু ঘুমিয়ে নেওয়ার চিন্তা করল। এদিকে কচ্ছপ শেষ পর্যন্ত পৌঁছে গেল।

প্রশ্ন: ১. কড়া রোদ আর বৃষ্টির মধ্যে কার বিয়ে হয় ?

২. বিয়েতে কে আসেনি ?

৩. আজ কাদের দৌড় প্রতিযোগিতা ?

৪. কে মহা আনন্দে জোরে দৌড় শুরু করল ?

৫. কে শেষ পর্যন্ত পৌঁছে গেল ?

===============

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G