বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রকাশঃ জুন ৩, ২০১৬ সময়ঃ ১:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

sadek-durবগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরো ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১০ জনের মধ্যে ৬ জনের নাম-পরিচয় জানা গেছে। নিহতরা হচ্ছেন-বাসচালক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা শামিম হোসেন বেলাল (৪২), বাসযাত্রী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আজিজার রহমানের ছেলে সারোয়ার হোসেন (৩৫), দিনাজপুর শহরের বালুডাঙ্গা এলাকার নাজমুল হক সরকার (৩৫), দিনাজপুর সদরের খোদ্দ মাধমপুর গ্রামের পারভেজ আলম (৪০), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গোপালপুর গ্রামের বেনজির রহমান (৩৬) ও ট্রাকচালক টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জোরবাড়িয়া গ্রামের ভোলা মিয়া (৪২)।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরফান জানিয়েছেন, ঘটনাস্থলেই নিহত হয়েছে ৮ জন। অন্যদিকে, হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, পরিচয় পাওয়া ছয়জনের আত্মীয় স্বজনদের সংবাদ দেয়া হয়েছে। নিহত অপর চারজনের নাম পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করে।

বগুড়া জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, হাইওয়ে পুলিশ সুপার ইসরাফিল হাওলাদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত যাত্রী আমিনুল জানান, রাত ১২টায় ঢাকার গাবতলী থেকে রেখা এন্টার প্রাইজের গাড়িটি রওনা হয়েছিলেন। পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে বেশ কয়েকবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাই। বাসটিতে যাত্রীদের বেশির ভাগই গাইবান্ধা জেলার।

এদিকে, দুর্ঘটনার পর পৌনে এক ঘণ্টা ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G