“বন্দুকযুদ্ধে” শিয়া মসজিদ হামলার আসামি নিহত

প্রকাশঃ জুন ৮, ২০১৬ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

160608043329_bangla_bogra_shibgong_640x360_googlemaps_nocredit

বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার আসামি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মো. কাউসার (২৫) কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে শিবগঞ্জ সদর উপজেলায় এ ঘটনা ঘটে। বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) গাজীউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজীউল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শিবগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ একটি দল অভিযান চালায়। ওই সময় কাউসার পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে কাউসার ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি, পাঁচটি হাতবোমা এবং পাঁচটি দা ও চাকু উদ্ধার করা হয়। তিনি জানান, নিহত যুবকের মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন শিয়া মসজিদে মাগরিবের নামাজ পড়ে বসেছিলেন মুসল্লিরা। এ সময় কতিপয় দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে চার মুসল্লি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মৃত্যু হয় মসজিদের মুয়াজ্জিনের।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G