বিখ্যাত ব্যক্তিদের রাশি

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৬ সময়ঃ ১১:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

proমেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
মেষ রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়াল্টন, ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি, বৃটিশ রাজনীতিবিদ জন মেজর, অ্যাডলফ হিটলার, কৌতুক অভিনেতা চার্লি চাপলিন, হলিউডের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আকরা কুরোশোভা, অভিনেতা জ্যাকি চান, অজয় দেবগন, অক্ষয় খান্না, আরশাদ ওয়ার্সি, অভিনেত্রী সুচিত্রা সেন, রাণী মুখার্জি, কঙ্গনা রানওয়াত, চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি, টেনিস খেলোয়াড় মারিয়া শারাপোভা, ওস্তাদ আলী আকবর খান, সংগীত শিল্পী লেডি গাগা, লেখক শরদিন্দু বন্দোপাধ্যায়, ফুটবল খেলোয়াড় রোনাল্ডিনো, ক্রিকেটার সাকিবুল হাসান, নাসির হুসেন, স্টিফেন ফ্লেমিং প্রমুখ।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
বৃষ রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- কার্ল মার্কস, লেলিন, জন স্টুয়ার্ট মিল, ইমানুয়েল কান্ট, এডওয়ার্ড গিবন, শেক্সপীয়র, দান্তে, বালজাক, ইয়াহুদি মেনুহিন, চাইতোভস্কি, সালভাদর দালি, অড্রে হেপবার্ন, ওমর খৈয়াম, রানী দ্বিতীয় এলিজাবেথ, সাবেক বৃটিশ প্রধান মন্ত্রী টনি ব্লেয়ার, ফজলে হাসান আবেদ, রবীন্দ্রনাথ ঠাকুর, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, অর্থনীতিবীদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, কথাসাহিত্যিক ড. হুমায়ুন আজাদ, কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী অপি করিম, রন্ধন শিল্পী সিদ্দিকা কবীর, রাজনীতিবীদ রাশেদ খান মেনন, জনপ্রিয় কন্ঠ শিল্পী এস আই টুটুল প্রমুখ।

মিথুন (২২ মে – ২১ জুন)
মিথুন রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- কাজী নজরুল ইসলাম, চে গুয়েভার, মেরিলিন মনরো, রানী ভক্টিোরয়িা, রাজা রামমোহন রায়, নিকোল কিডমান, পুশকিন, ইয়েটস, এমারসন, আর্থার কোনান ডয়েল, টমাস মুর, টমাস হার্ডি, চার্লস রিড, এরিখ সেগাল, হ্যারল্ড রবলি, জন হেরসে, মার্শাল টিটো, জন এফ কেনেডি, হেনরি কিসিঞ্জার, কবি ফররুখ আহমেদ, চিত্র নায়িকা কবরী, চিত্র নাীকা শাবানা, কবি নির্মলেন্দু গুন, ড. শহিদুল আলম, নেত্রী সেলিনা হায়াত আইভি, কথাসাহিত্যিক মুনতাসীর মামুন, অভিনেতা হুমায়ুন ফরীদি, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, কন্ঠ শিল্পী কুমার বিশ্বজিৎ, চিত্র নায়ক ফেরদৌস প্রমুখ।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)
কর্কট রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- প্রিন্সেস ডায়ানা, কবি বঙ্কিম চন্দ্র, কবি বেগম সুফিয়া কামাল, পাবলো নেরুদা, ভাষা বিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ, চিত্র নায়ক টম ক্রুজ, আর্নেস্ট হিমিংওয়ে, জ্যঁ জ্যাক রুশো, হেনরি হেলেন কেলার, নেলসন রকফেলার, জেরাল্ড ফোর্ড, বেনিতে মুসোলিনি, হেরমক্যান হেস, পার্ল বাক, জ্যাঁ ককতো, সল বেলো, জিনা লোলো-ব্রিজিদা, আশুতোষ মুখোপাধ্যায়, বাদশাহ হাসান, লর্ড কেলভিন, জুলিয়াস সিজার, নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূস, কাজী আনোয়র হোসেন, কবি আল মাহমুদ, সাংবাদিক মাহফুজ আনাম, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, প্রমুখ।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
সিংহ রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- ফিদেল কাস্ত্রো, জর্জ বার্নাড’শ, নেপোলিয়ান বোনাপার্ট, পিবি শেলি, আলফ্রেড টেনিসন, ম্যাডোনা, নীল আর্মস্ট্রং, আলেকজান্ডার দ্যুমা, মোপাসা, বারাক ওবামা, প্রেমচাঁদ, চার্লস নেপিয়ার, অলিভার রাইট, স্যার ওয়াল্টার স্কট, বৈজন্তীমালা, বালগঙ্গাধর তিলক, ড. মোতাহের হোসেন, জেনিফার লোপেজ, ফরহাত মজহার, রাজনীতিবীদ মির্জা ফকরুল ইসলাম, অভিনেতা আরবাজ খান, সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, অভিনেত্রী কাজল, মণিষা কৈরালা, নাট্যকার সেলিম আল দীন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ প্রমুখ।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
কন্যা রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সোফিয়া লরেন, ও’ হেনরী, লিও তলস্তয়, মহা নায়ক উত্তম কুমার, সৈয়দ মুজতবা আলী, রানী প্রথম এলিজাবেথ, চেঙ্গিস খান, ডি এইচ লরেন্স, ড. রাধাকৃষ্ণ, গ্যাটে, এইচ জি ওয়েলস, মাইকেল ফারাডে, প্রেসিডেন্ট জনসন, প্রেসিডেন্ট মার্কোস, আগাথা ক্রিস্টি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জেনারেল ওসমানী, অভিনেতা ঋষি কাপুর, বিবেক ওবেরয়, অক্ষয় কুমার, কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, কৃষিবীদ শাইখ সিরাজ, অর্থনীতিবীদ আনু মুহাম্মদ, শিল্পপতি লতিফুর রহমান, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন প্রমুখ।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
তুলা রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- আলফ্রেড নোবেল, জিমি কার্টার, জন লেলন, মহাত্মা গান্ধী, অস্কার ওয়াইল্ড, মার্গারেট থেচার, টি এস এলিয়ট, ফ্রিডরিখ নীটশে, গ্রাহাম গ্রীক, এফ স্কট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লামাতিন, জ্যাক এন্ডারসন, ডি ভেলেরা, পেলেম বাহাদুর শাস্ত্রী, রবার্ট ক্লাইভ, সারাহ বার্নাহর্ড, রীটা হেওয়ার্থ, বিখ্যাত কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, কন্ঠশিল্পী হাবিব প্রমুখ ।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- ভারতীয় প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী, পন্ডিত নেহেরু, ক্যাথরিন হেপবার্ন, পাবলো পিকাসো, থিঊডর রুজভেল্ট, ভলটেয়ার, ফিওদর দস্তয়ভস্কি, স্টিভেনসন, আদ্রে মালরো, জন কীটম, নোবেল বিজয়ী বিজ্ঞানী মাদাম কুরী, শার্ল দ্য গল, নরোদম সিহানুক, রবার্ট কেনেডি, কিরো, হিলারী ক্লিনটন, প্রিন্স চার্লস, ডেমি মুর, লিওনার্দো ডি ক্যাপ্রিও, কবি শামসুর রহমান, নামী স্থপতি জামিলুর রেজা চৌধুরী, বিখ্যাত সাংবাদিক আতাউস সামাদ, ব্যারিস্টার রফিকুল হক, কন্ঠশিল্পী রুনা লায়লা, অভিনেতা আলী যাকের, অভিনেতা আসাদুজ্জামান নূর, রাজনীতিবীদ হাসানুল হক ইনু প্রমুখ ।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
ধনু রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- টিপু সুলতান, জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার, ওয়াল্ট ডিজনি, বিজ্ঞানী জগদিশ চন্দ্র বসু, মওলানা ভাসানী, উইনস্ট্রিন চার্চিল, হাইনরিখ হাইনে, আলবাটর্ভ, মোরাভিয়া, মারিয়া কালাস, জোনাথন সুইফট, টমাস কার্লাইল, জন মিল্টন, কিটোফেন, ওয়ারেন হেস্টিংস, ব্রেজনেভ, কন্ঠশিল্পী হায়দার আলী, নাট্যকার মুনির চৌধুরী, বিখ্যাত চিত্রশিল্পী রফিকুন নবী, অর্থনীতিবীদ ড.আতাউর রহমান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিখ্যাত চলচিত্রকার এনামুল করিম নির্ঝর প্রমুখ।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
মকর রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- বিখ্যাত কুস্তিগীর মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, জোয়ান অব আর্ক, লুই পাস্তুর, মাও সে তুং, রিচার্ড নিক্সন, বিজ্ঞানী আইজাক নিউটন, বিজ্ঞানী জেমস ওয়াট, বেঞ্জামিন ফ্রাংকলিন, জন কেপলার, আন্তন চেখভ, হেনরি মিলার, হেনরিখ ব্যোল, মার্টিন লুথার কিং, ক্যাপ্টেন স্কট, যেসেফ স্টালিন, বিখ্যাত চিত্র শিল্পী জয়নুল আবেদিন, বিজ্ঞানী স্টিফেন হকিং, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সব্য সাচি লেখক সৈয়দ শামসুল হক, মুহম্মদ জাফর ইকবাল, কলামিস্ট সৈয়দ মনজুরুল ইসলাম, বিখ্যাত প্রচ্ছদকার ধ্রুব এষ, রাজনীতিবীদ সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ ।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- মোৎসার্ট, আব্রাহাম লিঙ্কন, লর্ড বয়রন, চার্লস ডারউইন, কবি মাইকেল মধুসূদন দত্ত, সুভাস বসু, বিজ্ঞানী গ্যালিলিও, বিজ্ঞানী টমাস আলভা এডিসন, ফ্যান্সিস বেকন, টমাস পেইন, চার্লস ডিকেন্স, সমারসেট মম, জর্জ অরওয়েল, স্বামী বিবেকানন্দ, তিতুমীর, চার্লস লিন্ডসবার্গ, এডউইন অলড্রিন, ক্লার্ক গোবল, মিয়া ফ্যারো, জিন ডিকসন, প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জনপ্রিয় চাকমা নেতা সম্ভ লারমা, কথাসাহিত্যিক শওকত আলী, কন্ঠ শিল্পী কনা রেজা, সুলতানা কামাল, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কবি রফিক আজাদ, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া প্রমুখ ।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীন রাশির বিখ্যাত ব্যক্তিরা হচ্ছেন- জর্জ ওয়াসিংটন, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, এলিজাবেথ টেলর, ভিক্টর হুগো, মাইকেল এ্যাঞ্জেলা, লিউ টেলর, শোপেন হাওয়ার, হেনরিক ইবসেন, জন স্টেইনবেক, বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল, আল্লামা ইকবাল, এডওয়ার্ড কেনেডি, ববি ফিশার, মহাশুন্য চারী ইউরি গ্যাগারিন, রেক্স হেরিসন, জো বাগনার, শিবাজী, ধ্রুস উইলিস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফরিদুর রেজা সাগর, বিখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এ বি এম মূসা প্রমুখ ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G