কলম্বিয়ার মধ্য-পূর্বাঞ্চলে একটি ব্যক্তিগত বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার (১০ জানুয়ারি) বোয়াকার বিভাগের পাইপা শহরের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি একটি সংগীত সফরের অংশ হিসেবে যাত্রা করছিল। ইয়েসন জিমেনেজ মেডেলিনে যাওয়ার পথে ছিলেন এবং পরদিন মারিনিলায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল।
কলম্বিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের শেষাংশের কাছে ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না—তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে। প্রমাণ সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ চলছে।
ইয়েসন জিমেনেজের আকস্মিক মৃত্যুতে কলম্বিয়ার সংগীত অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত ও সহশিল্পী তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
প্রতি /এডি /শাআ