অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমানের এক মন্তব্যকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শোবিজের একাংশ তার বক্তব্যের সমালোচনায় সরব হলেও এবার প্রকাশ্যে বাবার পাশে দাঁড়ালেন রহমানের দুই মেয়ে—খাতিজা ও রহিমা রহমান।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারা সরাসরি কোনো বক্তব্য না লিখলেও মালয়ালম সুরকার কৈলাস মেননের লেখা একটি নোট শেয়ার করে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। লেখাটির মূল বক্তব্য—মতভেদ থাকতে পারে, কিন্তু তা কখনোই অসম্মানে রূপ নেওয়া উচিত নয়।
ঐ লেখায় বলা হয়, এআর রহমান তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির কথা প্রকাশ করেছেন, যা একজন নাগরিক ও শিল্পী হিসেবে তার অধিকার। কেউ তার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু সেই কারণে তাকে আক্রমণ করা বা চরিত্রহনন করা গ্রহণযোগ্য নয়। মতবিরোধ আর বিদ্বেষ এক বিষয় নয়—এই সীমারেখা ভুলে যাওয়াই বর্তমান বিতর্কের বড় সমস্যা বলে উল্লেখ করা হয়।
লেখাটিতে আরও বলা হয়, সমালোচনার নামে রহমানকে অসম্মান করা, তার বিশ্বাস নিয়ে কটাক্ষ করা কিংবা তার দীর্ঘ শিল্পীজীবনকে উপহাস করা আসলে গঠনমূলক সমালোচনা নয়, বরং ঘৃণামূলক আচরণ। দশকের পর দশক ধরে ভারতীয় ও আন্তর্জাতিক সংগীতে অবদান রাখা একজন শিল্পীর ক্ষেত্রে এমন আচরণ অনভিপ্রেত বলেও উল্লেখ করা হয়।
এদিকে বিতর্ক বাড়ার পর এআর রহমান নিজেও নীরব থাকেননি। গত ১৮ জানুয়ারি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। সেখানে তিনি জানান, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য তার ছিল না। তার ভাষায়, সঙ্গীত তার কাছে সবসময় সংস্কৃতিকে যুক্ত করার ও সম্মান জানানোর মাধ্যম। ভারতই তার অনুপ্রেরণা ও পরিচয়ের জায়গা।
এর আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, সাম্প্রতিক বছরগুলোতে হিন্দি চলচ্চিত্রে তার কাজ কমে যাওয়ার পেছনে ইন্ডাস্ট্রির ভেতরের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন ভূমিকা রেখেছে—যাকে তিনি একটি সংবেদনশীল বাস্তবতা হিসেবেই তুলে ধরেছিলেন।
সমালোচনা আর বিতর্কের মাঝেও এআর রহমান নিজের কাজে মনোযোগী। দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই জায়গাতেই ব্যস্ত সময় পার করছেন এই কিংবদন্তি সুরকার।
প্রতি /এডি /শাআ