মিথ্যা ছবি ছড়িয়ে পড়া নিয়ে মুখ খুললেন অভিনেতা হাসান মাসুদ

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২০, ২০২৬ সময়ঃ ৯:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ছবি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন অভিনেতা হাসান মাসুদ। ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হওয়া ওই ছবিতে একটি পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে, যেখানে লেখা— “যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।” তবে অভিনেতার দাবি, ছবিটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

সোমবার গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে হাসান মাসুদ বলেন, তিনি জানেন না কে বা কারা এই ছবি তৈরি বা ছড়িয়েছে। তার ভাষায়, এটি সম্পূর্ণ ভুয়া এবং সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো। তিনি বলেন, “এই ধরনের ছবির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি আমাকে বিব্রত করছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।”

তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে অনেকেই যাচাই না করেই এমন ছবি বিশ্বাস করে ফেলেন, যা একজন শিল্পীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। “অনেকে ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যটা হলো—এটি সম্পূর্ণ মিথ্যা,” যোগ করেন তিনি।

স্বাস্থ্য প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেতা। গত বছর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘ সময় চিকিৎসার মধ্যে থাকতে হয়েছে তাকে। বর্তমানে তিনি নিয়মিত ওষুধ ও চিকিৎসকের পরামর্শে আছেন। শারীরিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত শুটিংয়ে ফিরতে পারছেন না বলেও জানান।

কাজের বিষয়ে হাসান মাসুদ বলেন, সম্প্রতি কিছু চলচ্চিত্রের প্রস্তাব এলেও তিনি সেগুলো গ্রহণ করেননি। বিশেষ করে রাজনৈতিক গল্পভিত্তিক কোনো কাজ করতে তিনি আগ্রহী নন। “আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই। কারও পক্ষে বা বিপক্ষে যায়—এমন কিছু করতে চাই না,” স্পষ্ট করেন তিনি। তবে সীমিত পরিসরে কিছু বিজ্ঞাপনের কাজে যুক্ত আছেন বলে জানান এই অভিনেতা।

প্রতি / এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G