বিশ্বে সবচেয়ে বয়স্ক পুরুষ ইমিচ

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৬:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ পূর্বাহ্ণ

http://www.sheershanews.com/assets/images/news_images/2014/05/10/poland_36214.jpg

বর্তমানে বিশ্বে জীবিত পুরুষদের মধ্যে সবচেয়ে বয়স্ক পোল্যান্ডের আলেকজান্ডার ইমিচ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্ধক্যবিদ্যা বিষয়ক গবেষণা দলের জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে তিনি ১১১ বছরে পা দিলেন। তার প্রিয় খাবার মুরগির গোশত ও চকোলেট হলেও তিনি একজন স্বল্পাহারি।

পেশায় একজন জ্যোতির্বিদ ইমিচ ১৯০৩ সালে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৫০ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এক সাক্ষাৎকারে ইমিচ জানান, তার দীর্ঘজীবন লাভের পেছনে বংশগত জিন কাজ করেছে। এছাড়া তার নিজের পরিকল্পিত জীবনযাপনও এর পিছনে অবদান রেখেছে।

তিনি আরো বলেন, ৯২ বছর বয়সে আমি ‘ইনক্রেডিবল টেলস অব দ্য প্যারানরমাল’ নামে একটি সাহিত্য সংকলন সম্পাদনা করেছি। এখনও ভবিষ্যতের কথা চিন্তা করতে চেষ্টা করি। আমার এখনও অনেক কাজ বাকি আছে বলে আমি মনে করি। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G