বিশ বছর পর দিলারা ইয়াসমিন

প্রথম প্রকাশঃ মার্চ ১, ২০১৭ সময়ঃ ৪:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dilara 01এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিলারা ইয়াসমিন। হঠাৎ করেই হারিয়ে যান রূপালি পর্দা থেকে। এবার বিশ বছরের দীর্ঘ বিরতি ভেঙে ক্যামেরার সামনে দাঁড়ালেন বড়পর্দার গুণী এই অভিনেত্রী। সম্প্রতি, সাভারে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে শুটিং করেন তিনি। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল, সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা মৌসুমী। আরো থাকছে এই প্রজন্মের বাপ্পি ও মিম।

দীর্ঘ বিরতির পর ক্যামের সামনে দাঁড়ানোর অনুভূতি এবং পরিবর্তন প্রসঙ্গে দিলারা ইয়াসমিন বলেন,

‘‘ ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মনে হচ্ছিল আসলে কী করব! কিন্তু দাঁড়ানোর পর আর কিছু মনে হয়নি যে আমি এতদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আর ছবির সেটের প্রায় সবাই আমার অনেক পরিচিত। প্রায় সবার সঙ্গেই ২০ বছর আগে কাজ করেছি। পরিচালক আকবর ভাইয়ের ছবিতে আমি আগেও কাজ করেছি। আমার সহশিল্পী আহম্মেদ শরিফ সাহেবের সঙ্গে কাজ করেছি। যে কারণে এখন আর মনে হচ্ছে না আমি অনেক বছর পর কাজ করছি।’’

‘‘ডিজিটাল হওয়ার আগে ক্যামেরা চালু হওয়ার পর একটা শব্দ হতো। সেই শব্দটা শুনে আমরা বুঝতে পারতাম এখন ক্যামেরা চলছে। তখন আমরা সবাই অনেক বেশি সিরিয়াস থাকতাম। বুঝতে পারতাম কখন ক্যামেরা বন্ধ করা হচ্ছে। তখন যেহেতু ৩৫ মিলিমিটারে শুটিং করা হতো, সেই নেগেটিভের খরচ হতো অনেক বেশি, আমাদেরও খেয়াল থাকত যে শট ভুল করা যাবে না। তবে এখন একটা বিষয় অনেক ভালো হয়েছে যে, শট দিয়ে দেখতে পারছি কেমন করলাম। আগে তো ডাবিংয়ের আগে দেখতে পারতাম না।’’

ছবিতে নিজের চরিত্র এবং নিয়মিত কাজ প্রসঙ্গে দিলারা ইয়াসমিন আরোও বলেন,

‘‘এই ছবিতে আমি নায়ক বাপ্পির মায়ের চরিত্রে অভিনয় করছি। এখানে আমার স্বামী চরিত্রে অভিনয় করছেন আহম্মেদ শরিফ সাহেব। তিনি ৩৫ বছর ধরে এই এলাকার চেয়ারম্যান। বাপ্পি আমাদের একমাত্র সন্তান। চেয়ারম্যান সাহেব নিজের আভিজাত্য ধরে রাখতে সব করতে পারেন। আর বাপ্পির মানুষের সেবায় ভ্যানও চালাতে সমস্যা নেই। এই বাপ-বেটাকে সামলাতে সামলাতেই আমার ছবি শেষ হয়ে যাবে।’’
‘‘এখন যেহেতু একটি ছবিতে কাজ করছি তাই সব সময়ই করার ইচ্ছে আছে, তবে অভিনয় করার মতো চরিত্র হতে হবে। ভালো গল্প ও মেকার পেলে অবশ্যই অভিনয় করব।’’

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G