বৈশাখে কচুমুখীতে ইলিশ

প্রকাশঃ এপ্রিল ৯, ২০১৫ সময়ঃ ১:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৩ অপরাহ্ণ

108উপকরণ:
কচুমুখী – আধা কেজি
ইলিশ মাছ – ৬/৭ টুকরো
পেঁয়াজ – ১ টি মাঝারি (কুচি করা)
সয়াবিন তেল- পরিমানমত
হলুদ গুড়ো- ২ চা চামচ
মরিচ গুড়ো – দেড় চা চামচ
ধনে গুড়ো- আধা চা চামচ
রসুন পেস্ট – ১ চা চামচ
লবন – স্বাদমত
কাচামরিচ ফালি করা – ৩/৪ টি
ধনেপাতা – ইচ্ছেমত

প্রণালীঃ
0-মাছ অল্প হলুদ ও লবনে মাখিয়ে সোনালী বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নিন।ilish
-কচুমুখী ছিলে দু-টুকরো করে কাটুন। একটি পাত্রে পানি নিয়ে তাতে কচুমুখী দিয়ে ৮/১০ মিনিট সেদ্ধ করে পানি ছেকে নিন।
-এবার কড়াইতে তেল ও পেঁয়াজ দিয়ে ভাজুন, পেঁয়াজ নরম হয়ে এলে তাতে রসুন পেস্ট দিন। একটু নাড়ুন। এবার সেদ্ধ কচুমুখী দিয়ে তাতে হলুদ গুড়ো দিন এবং ভালো করে ভাজুন।
-এক এক করে অন্যান্য মশলা দিন। অল্প পানি দিয়ে কষান। কষানো হয়ে গেলে যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমান পানি দিন। ফুটে উঠলে মাছের টুকরোগুলো ছড়িয়ে দিন। ঢেকে ১০ মিনিট রান্না করুন।
-নামানোর আগে কাচামরিচ ফালি ও ধনে পাতা ছড়িয়ে দিন। ব্যস হয়ে গেলো। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G