বৈশাখে গুড়ের পায়েস

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ১২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৬ অপরাহ্ণ

payesh-gur-lg20141223171947উপকরনঃ

পোলাওর চাল – ১ কাপ
দুধ – দেড় লিটার
খেজুরের গুড় -১ কাপ (গ্রেট করা)
চিনি – ১ টেবিল চামচ
কুড়ানো নারকেল – ১কাপ
লবন – ১ চা চামচ
    এলাচ – ৩/৪ টি

1

প্রনালীঃ

-প্রথমে পোলাওর চাল ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এবার ছেকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে অল্প ভেঙ্গে নিন, অবশ্য আস্ত থাকলেও সমস্যা নেই।
-এবার এgurer-payesh-161110-p-aloকটি সস্প্যান বা পাতিলে দুধ নিয়ে জ্বাল দিন। দুধের মধ্যে একে একে এলাচ, চিনি,খেজুরের গুড়,লবন ও নারকেল নিয়ে ভালো করে নাড়ুন যেন গুড় দুধের সাথে ভালো করে মিশে যায়।
-দুধ ফুটে উঠলে পোলাওর চাল দিয়ে দিন। ঘন ঘন নাড়ুন। অল্প আচে চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।
-চাল সিদ্ধ হয়ে দুধ ঘন হয়ে আসলে নামিয়ে উপরে কিসমিস বা বাদাম ছড়িয়ে এই বৈশাখে গুড়ের পায়েস পরিবেশন করুন ।

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G