গান শুনতে মানসিক শান্তি দরকার :এস আই টুটুল

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

tutulএস আই টুটুল একজন বাংলাদেশী সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। তিনি ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। শৈশব থেকেই টুটুল নিজেকে সঙ্গীতে নিয়োজিত রেখেছেন এবং সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেছেন।

যদিও তিনি পিয়ানোর উপর প্রশিক্ষণ নিয়েছেন তবুও তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন।

টুটুল নিজেই একজন সুন্দর শব্দ প্রকৌশলী। টুটুল মূলত এল আর বি ব্যান্ড এর একজন সদস্য ছিলেন।

পরবর্তীতে তিনি ফেস টু ফেস নামে একটি ব্যান্ড দল গঠন করেন যা ২০০৫ সালে ধ্রুবতারা নামে আত্মপ্রকাশ করে। সাক্ষাতকারে আজকের অথিতি এস আই টুটুল।

: কেমন আছেন?
এস আই টুটুল: দেশের যে অবস্থা তাতে আর কিভাবে ভালো থাকি? সবকাজ আটকে আছে হরতাল-অবরোধের জন্য।

: কি কি কাজ হাতে ছিল আপনার?
এস আই টুটুল: বেশকয়েকটি সিনেমার প্লেব্যাকের কাজ করছি। এছাড়া নিজের একক অ্যালবামের কাজ করছিলাম। কিন্তু দেশের বর্তমান অবস্থার জন্য কাজ বন্ধ রেখেছি। দেশের মানুষের মনেই যদি শান্তি না থাকে তবে তারা গান শুনবে কিভাবে?

: আর স্টেজ শো গুলো?
এস আই টুটুল: দেশের বাইরে কয়েকটি স্টেজ শো করেছি। দেশের মধ্যেও রিস্ক নিয়ে কিছু স্টেজ শো করেছি। সামনেও কিছু আছে।

: বিশ্বকাপের খেলাগুলো কি দেখা হচ্ছে?
এস আই টুটুল: আসলে ব্যস্ততার জন্য খেলাগুলো খুব বেশি দেখা সম্ভব হচ্ছে না। তাছাড়া এবারের বেশিরভাগ খেলাই ভোরে শুরু হচ্ছে। তাই সময়ও মিলছে না। তবে বাংলাদেশের খেলাগুলো মিস করবো না।

: এবারের বিশ্বকাপে বাংলাদেশ কতদূর পর্যন্ত যেতে পারে বলে আপনার মনে হয়?
এস আই টুটুল: আমি তো চাই বাংলাদেশ এবার বিশ্বকাপ জিতুক। সম্ভব হবে কি না জানি না। তবে মনে হয় কোয়াটার ফাইনালে খেলতে পারে এবার বাংলাদেশ।

: আপনার কথা সত্যি হোক। বাংলাদেশের ঘরেই আসুক এবারের বিশ্বকাপ ট্রফি। এতখন আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এস আই টুটুল: আপনাকেও ধন্যবাদ।

প্রতিক্ষণ/এডি/আকিদ, সূত্র: বাংলামেইল২৪ ডটকম.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G