মিস ইউনিভার্স ২০২৫: মেক্সিকোর ফাতিমা বশের শিরোপা জয়

প্রথম প্রকাশঃ নভেম্বর ২১, ২০২৫ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মেক্সিকোর ফাতিমা বশ। কয়েকদিন আগেই আয়োজকদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ করে বিশ্বব্যাপী আলোচনায় আসা ফাতিমা এবার আত্মবিশ্বাসী পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিলেন।

২১ নভেম্বর (বাংলাদেশ সময় সকাল ৭টা) অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে শেষ পাঁচে জায়গা পান থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা, মেক্সিকো এবং আইভরি কোস্টের প্রতিনিধিরা। বিচারকদের দুই দফা প্রশ্নোত্তর পর্বেই ফাতিমা নিজের অবস্থান, নেতৃত্বগুণ ও সামাজিক বার্তায় সবাইকে মুগ্ধ করেন।

সম্প্রতি আয়োজকদের আচরণের প্রতিবাদে তিনি মঞ্চ ছাড়ার ঘোষণাসহ দৃঢ় অবস্থান নিয়ে আলোচনায় আসেন। নাওয়াত ইৎসারাগ্রিসিলের মন্তব্যের ঘটনায় সহ-প্রতিযোগীদের সংহতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমর্থন পান ফাতিমা।

ফাইনালের মঞ্চে নারী অধিকার ও আত্মসম্মান নিয়ে তার বক্তব্য দর্শক ও বিচারকদের মন জিতে নেয়। রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ড। ২৬ বছর বয়সী ফাতিমার মাথায় উঠেছে বিজয়ের মুকুট—এটি মেক্সিকোর চতুর্থ ‘মিস ইউনিভার্স’ শিরোপা।

যে মঞ্চে কয়েকদিন আগে অপমানের মুখে পড়তে হয়েছিল, ঠিক সেই জায়গা থেকেই বিশ্বসৌন্দর্যের মুকুট জিতে নিলেন ফাতিমা বশ—প্রমাণ করলেন, সাহস ও আত্মসম্মানই সৌন্দর্যের সবচেয়ে বড় শক্তি।


আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G