রাজশাহীতে ভুট্টার ব্যাপক ফলন

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৩:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

butta1

চলতি শীত মৌসুমে ভূট্টার ব্যাপক চাষ হয়েছে  রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় । গত বছর অন্যান্য ফসল চাষ করে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এখানকার  কৃষকেরা  ভূট্টার চাষ করেছে।
গত কয়েক বছর কৃষকেরা ধান, টমেটো ও আলু চাষ করে নায্য মূল্য না পাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন  হয় । তাই কৃষকেরা ধান চাষ ছেড়ে দিয়ে ভূট্টা চাষের দিকে ঝুঁকছে। তবে এই উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নে সিংহভাগ ভুট্টার চাষ হয়েছে।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত খরিপ মৌসূমে ভূট্টা চাষ হয়েছিল ৯৪০ হেক্টর জমিতে। চলতি শীত মৌসূমে এ উপজেলায় ভূট্টা চাষ হয়েছে ৮৫০ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবার বেশী ভূট্টা চাষ হয়েছে। পদ্মা নদীর বিস্তৃর্ণ  চরাঞ্চলে এবার ভূট্টার চাষ হয়েছে সবচেয়ে বেশী । গত মৌসূমে চরাঞ্চলে ভূট্টা চাষ হয়েছিল ৩৫০ হেক্টর জমিতে। চলতি মৌসূমে ভূট্টা চাষ হয়েছে ৬৫০ হেক্টরের ও বেশী জমিতে।

উপজেলার গোপালপুর গ্রামের ভূট্টা চাষী বাবু জানায়, ৫ বিঘা জমিতে আলু চাষ করে আলুর ফলন ভাল হলেও দাম না পাওয়ায় চাষের খরচ উঠাতে পারেন নি তিনি।এবার ৪বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। ভূট্টার গাছ ভাল হয়েছে। দাম পেলে ভূট্টা বিক্রি করে আলুতে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারব।

হরিশংকর পুর গ্রামের কৃষক কানাই পাল বলেন, গত বছর অন্য ফসল চাষ করে ক্ষতি হওয়ায় এবার লাভের আশায় প্রথম বারের মত ২ বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। লাভে হলে অন্য ফসল বাদ দিয়ে ভুট্টাই চাষ করব।

মূলকিডাং এলাকার কৃষক মুক্তারুল ইসলাম বলেন, গত বছর ২ বিঘা চাষ করে ভাল লাভ হওয়ায় এবার ৩বিঘা জমিতে ভূট্টা চাষ করেছি। গাছে ভাল ভুট্টা হয়েছে। আশা করছি এবারও ভাল দাম পাব। লাভ হবে।

কৃষি বিশেষজ্ঞ আনারুল ইসলাম বলেন, এ অঞ্চলের মাটি ও জলবায়ু ভূট্টা চাষের জন্য বেশ উপযোগী। ভুট্টার চাহিদা ও দাম বেশি থাকায় এ উপজেলার কৃষকেরা ভূট্টা চাষের দিকে ঝুঁকছে। দাম পেলে কৃষকেরা লাভবান হবে।

অন্যদিকে কৃষকদের অভিযোগের তীর উপজেলা কৃষি অফিসের দিকে। তারা বলছেন  ভুট্টা চাষের ব্যাপারে সাহায্য সহযোগীতা দুরের কথা কৃষি অফিসে গেলে ঠিকমত পরামর্শও পাওয়া যায় না। সম্ভাবনাময় এ ফসলের দিকে কৃষি বিভাগ একটু সহযোগীতা করলে তারা আরও লাভবান হবেন বলে আশা করছেন।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G