রাবিতে ইউনিস্যাবের সদস্য সংগ্রহ শুরু

প্রথম প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

rxwle8rm5zp8i7um5imr02রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড ন্যাশনাল ইউথ এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব) সদস্য সংগ্রহ শুরু করেছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই কার্যক্রমের উদ্ভোধন করা হয়।

অনুষ্ঠানে ইউনিস্যাবের রাবি সভাপতি শরিৎ কাইউম তালুকদার আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জাহিদুল আলম চৌধুরী, শরিফ আহমেদ, জামির হোসেন,সাজ্জাদ হোসেন প্রমুখ।

সংগঠনের সভাপতি বলেন, ইউনিস্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশে তরুণদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

রাবি শাখায় আমাদের দেড় শতাধিক সেচ্ছাসেবী সদস্য রয়েছে।

শুক্রবার প্রায় ৫শত আগ্রহীপ্রার্থী তাদের সিভি জমা দিয়েছে। আমরা সাক্ষাৎকারের মাধ্যমে মেধা , আগ্রহ, দক্ষতা ইত্যাদি যাচাই করে সদস্য সংগ্রহ করি । যেন ভবিষ্যতে এই তরুণরা দেশের কল্যাণে জাতিকে নেতৃত্ব দিতে পারে।

ইউনিস্যাব বিভিন্ন সময়ে রাবি ক্যাম্পাসে গরীব শিশুদের মাঝে পোষাক বিতরণ, সেচ্ছাসেবী কার্যক্রম, জাতীয় সম্মেলন ইত্যাদির আয়োজন করে থাকে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G