রাবিতে চৈত্র সংক্রান্তি উৎসব উদযাপন

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৩, ২০১৭ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ অপরাহ্ণ

শাহিন আলম রোহান, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে বাংলা ১৪২৩ সনকে বিদায় জানিয়ে চৈত্র সংক্রান্তি উৎসব পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আদিল হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং মাস্টার্সের শিক্ষার্থী সাগর কুন্ডু ও নাওরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফয়জার রহমান।

বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানে নাচ-গান, নাটক, কৌতুকের আয়োজন করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের  সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ, কাজী রবিউল আলম, সহকারী  অধ্যাপক  শামীম আহম্মেদ, মো. গোলাম ফারুক সরকার, তাহমিনা নাজনীন, মো. মোস্তাফিজুর রহমান, মো. লিটন হোসেন, অভিজিৎ রায়সহ বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক কে এম মেরকাতুল ইসলাম।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G