সালমানের কারনেই আমি শাবনূর

প্রকাশঃ সেপ্টেম্বর ৬, ২০১৫ সময়ঃ ৩:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

শাবনূর
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, এই দিনে পৃথিবী ছেড়ে চলে যান বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ।

১৯৯৩ থেকে ১৯৯৬ সাল, এই তিন বছরের চলচ্চিত্র জীবনে তিনি অভিনয় করেছেন ২৭টি ছবিতে। তাঁর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। তাঁর অধিকাংশ ছবিই দারুণ ব্যবসাসফল হয়েছিল। সালমান শাহ্‌ ছিলো সেই সময়ের তরুণ-তরুণীদের কাছে স্টাইল আইকন। তাই ১৯ বছর পরও সালমান শাহ্‌ এখনো বাংলা ছবির দর্শকের কাছে জনপ্রিয়। সালমান শাহ্‌ এর ২৭টি ছবির মধ্যে ১৪টি ছবিতে তাঁর নায়িকা ছিলেন শাবনূর।

চিত্রনায়িকা শাবনূর মনে করেন, তাঁর অস্তিত্বের সঙ্গেই জড়িয়ে আছেন সালমান শাহ।

সালমান শাহ্‌ এর সম্পর্কে শাবনূর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলেই আমি অনেক ভালো একজন বন্ধু পেয়েছিলাম। একজন সহকর্মী পেয়েছিলাম। প্রতিবছর এই দিনটা এলে মনটা ভারী হয়ে যায়, তাঁকে তো আমি আমার অস্তিত্বে অনুভব করি। আজ বাংলাদেশের মানুষ আমাকে এক নামে চেনে। অনেকেই নায়িকা শাবনূর হতে চায়। কিন্তু শাবনূর হতে গেলে সালমানের মতো একজন সহশিল্পীও লাগে। সহশিল্পী যেমন অভিনয় করবে, তার প্রভাব নিজের কাজেও পড়বে। আমি খুব লাকি ছিলাম যে সালমানের মতো একজন শিল্পী পেয়েছিলাম। আর আমি অনেক দুঃখী একটা মেয়ে যে এমন একজন বন্ধুকে হারিয়েছি।’
সালমান শাহ্‌-র স্মরণে আজকের দিনে বাংলাদেশের চলচ্চিত্রমহল এবং তাঁর পরিবারের পক্ষ থেকে থাকে নানা আয়োজন।
– সূত্র এনটিভি অনলাইন

প্রতিক্ষণ/এডি/এ এম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G