শিল্পী আব্দুল জব্বারের শারিরীক অবস্থার অবনতি

প্রথম প্রকাশঃ আগস্ট ২, ২০১৭ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ পূর্বাহ্ণ

‘জয় বাংলা বাংলার জয়’, ‘ওরে নীল দরিয়া’, ‘সালাম সালাম হাজার সালাম’ গানের কিংবদন্তি গায়ক আবদুল জব্বার তিন মাস ধরে অসুস্থ। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে তিন নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে বলে গণমাধ্যমকে জানান আবদুল জব্বারের ছেলে বাবু জব্বার।

তিনি বলেন, ‘হঠাৎ করেই বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে বিকেলে আইসিইউতে আনা হয়েছে। বাবার জন্য সবার কাছে দোয়া চাই।’

কালজয়ী গায়ক আবদুল জব্বারের দুটি কিডনিই বর্তমানে নষ্ট। উন্নত চিকিৎসার জন্য দ্রুত আবদুল জব্বারকে দেশের বাইরে নেয়া প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

আবদুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার গণমাধ্যমকে আরো বলেন, ‘তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না। ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য বাবাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই। তাই অসহায়ভাবেই বাবার মৃত্যু দেখতে হবে হয়ত।’

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G