সকালেই আদালতে তোলা হবে কামরুলকে

প্রকাশঃ অক্টোবর ১৬, ২০১৫ সময়ঃ ৮:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৮ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

kamrulশিশু সামিউল আলম রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলামকে আজ শুক্রবার প্রথমার্ধেই আদালতে তোলা হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি সূত্র এ কথা জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আসামি কামরুলকে সিলেটে আনা হয়।

এরপর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি কামরুলকে আদালতে তোলা হচ্ছে। সে হিসাবে শুক্রবার রাত ১০ টার দিকে এই ২৪ ঘণ্টা শেষ হওয়ার কথা।

তবে এসএমপির ওই সূত্র জানায়, শুক্রবার সকালেই আসামি কামরুলকে আদালতে তোলা হবে।

রাতে প্রেস ব্রিফিংয়ে কমিশনার বলেন, কামরুলকে দেশে ফেরাতে এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) প্রচেষ্টা সফল হয়েছে। এর নেপথ্যে সার্বিক সহযোগিতা করেছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসময় তিনি আরো বলেন, আইন অনুযায়ী যে কোনো আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থিত করতে হয়। আমরা সেই মোতাবেক করবো।

কামরুলকে কখন আদালতে তোলা হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কামরুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে। মামলার চার্জশিট হয়ে গেছে। তাই আইন অনুযায়ী কামরুলের জবানবন্দি নেয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে চোর অপবাদ দিয়ে কামরুলসহ আরো কয়েকজন মিলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G