সফটওয়্যার ছাড়াই বুটেবল পেনড্রাইভে উইন্ডোজ সেট আপ (টিউটোরিয়াল)

প্রকাশঃ জুন ২২, ২০১৬ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৮ অপরাহ্ণ

সিফাত তন্ময়

hqdefault

আমাদের প্রিয় পার্সোনাল পিসিটিতে অপারেটিং সিস্টেমে ভাইরাস অথবা বিভিন্ন কারণে ত্রটি দেখা দেয় মাঝে মাঝেই, এ কারণে ডিভিডি রোম দিয়ে নতুন করে সেটি ইন্সটল করতে হয়, কিন্তু  সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় রোম বিহীন নেট বুক অথবা নোটবুক ব্যাবহারকারীদের, তাদের জন্য আজকের ই টিউটোরিয়ালে আমরা দেখাবো কোন সফটওয়্যার ছাড়াই কমান্ড প্রম্পট ব্যবহার করে কিভাবে ইউ এস বি ড্রাইভ কে বুটেবল বানিয়ে পেনড্রাইভ দিয়েই অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে । আজ দেখাবো কিভাবে ইউ এস বি স্টোরেজ অথবা পেনড্রাইভ বুটেবল বানিয়ে উইনডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায় । এটিতে আমরা উইন্ডোজের কমান্ড প্রম্পট ব্যবহার করবো, প্রথমে স্টার্ট থেকে কমান্ড ওপেন করতে হবে,

Untitled-1

অন্যান্য ভার্সনে রান থেকে সি এম ডিটাইপ করেও বের করা যায় ।
এরপর আমাদের মূল কাজ, প্রথমেই কমান্ডের মাধ্যমে ডিস্কপার্টে প্রবেশ করতে হবে, সেক্ষেত্রে diskpart টাইপ করে Enter করতে হবে,

Untitled-2

এরপর পিসিতে স্টোরেজ লিস্ট টি বের করতে হবে list disk কমান্ড দিয়ে,

Untitled-4
এখানে কম্পিউটারের টোটাল স্টোরেজ লিস্ট দেখা যাবে, এবং যে স্টোরেজ বা পেনড্রাইভটি আমরা বুটেবল করতে চাই সেটি সিলেক্ট করতে হবে,

এখানে আমার পেনড্রইভটি ডিস্ক ওয়ান নামে শো করছে, এটিকে সিলেক্ট করতে আমাদের কমান্ড টি হবে select disk 1
এরপর সিলেক্টেড ডিস্ক টি ক্লিন করে প্রাইমারি পার্টিশন তৈরী করতে হবে, সেক্ষেত্রে যথাক্রমে clean এবং create partition primary এবং এ্যাকটিভ করার জন্য active কমান্ড টি আমরা ব্যবহার করবো ।

Untitled-7

এবার প্রাইমারি পার্টিশন এ্যকটিভ হয়েছে এমন একটি মেসেজ শো করবে । এবার সিলেক্টেড ড্রাইভটি এন টি এফ এস ফাইল সিস্টেমে ফরম্যাট করতে হবে, সেক্ষেত্রে আমাদের যে কমান্ড টি ইউজ করতে হবে সেটি হচ্ছে, format  fs=ntfs।
এবার ডিস্কটি ফরম্যাট হওয়া শুরু করবে, ফরম্যাট হয়ে গেলে ডিস্কটি বুটেবল হয়ে গেছে, এবার ডিস্কপার্ট থেকে এক্সিট করে বের হয়ে আসতে হবে ।

Untitled-8

এরপর সর্বশেষ কাজ,
যে উইন্ডোজ টি আমরা ইনস্টল করবো তার সিস্টেম ফাইল গুলো এই ড্রাইভে কপি করবো । কপি হওয়া কমপ্লিট হয়ে গেলে, ডিস্ক টি বুটেবল হয়েছে কিনা সেটি আমরা দেখতে পাবো, তখন ড্রাইভটি উইন্ডোজ সিস্টেম আইকনে শো করবে । Untitled-9

সুতরাং এবার এই বুটেবল ড্রাইভটি অপারেটিং সিস্টেম ইনস্টলের জন্য প্রস্তুত!!

সবাইকে ধন্যবাদ ।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G