সুন্দরবনে মৌর্য যুগের সভ্যতা

প্রকাশঃ সেপ্টেম্বর ২৬, ২০১৬ সময়ঃ ৯:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ অপরাহ্ণ

তারিক হাসানঃ

53483783

সুন্দরবনে পাওয়া গেছে প্রায় ২০ হাজার বছরেরও পুরানো সভ্যতা ৷ প্রত্নতাত্তিকরা যে ধরনের প্রমাণ পেয়েছেন তাদের ধারনা এগুলো মৌর্য যুগের প্রত্নতাত্তিক নিদর্শন।

৩২২-১৮৫ খ্রীষ্টপূর্বাব্দের এই সভ্যতা সম্ভবত ৫০০-৬০০ বছর পর্যন্ত টিকে ছিল৷ সুন্দরবনের দানচী এবং বিজওয়ারা অরণ্য থেকে সংগ্রহ করা হয়েছে টেরাকোটার খেলনা, পেনডেন্ট,আইভরি,পাথরের পুঁতি,মূল্যবান পাথর,ছোট ছোট পাত্র৷ এই জিনিসগুলো সংগ্রহ করেছেন একজন মত্স্যজীবি বিশ্বজিত সাহা ৷

morjo

তিনি প্রায় ১৫ হাজার প্রাচীন নির্দশন সংগ্রহ করেন৷ বিশ্বজিত পুরাতত্ত্ব সম্পর্কে কিছুই জানেন না৷ তবুও তিনি এগুলোকে নষ্ট না করে নিজের কাছে যত্ন করে রেখেছেন৷

এ কারণে এই গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটিত হয়েছে৷ এছাড়া তার সংগ্রহে আছে বন্য,গৃহপালিত এবং জলজ জীবের কঙ্কাল,হাড়ের টুকরো,করোটি এবং দাঁত ৷

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
20G