স্বয়ংক্রিয় এয়ারবাড

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

Revols-Custom-Fit-Wireless-Earphonesস্বয়ংক্রিয় এয়ারবাড হেডফোন কানের মধ্যে নিখুঁতভাবে বসে থাকবে বা খসে পরবে না। কিন্তু বাস্তবিক অর্থে প্রতিষ্ঠানগুলোর দাবি অনুসারে বিষয়টির প্রয়োগ তেমন একটা দেখা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের মনট্রিলভিত্তিক স্টার্টআপ রিভলস।

নতুন ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে, তাদের তৈরি এয়ারবাড স্মার্টফোন অ্যাপ এবং কারিগরি জাদুর মাধ্যমে মাত্র ৬০ সেকেন্ডেই কানের মাপ অনুযায়ী আকার ধারণ করবে এবং কানে মজবুতভাবেই আটকে থাকবে।

তবে সিএনএনমানি নিউজরুমে নতুন ওই এয়ারবাডের যে ডেমো দেখানো হয়েছে, সেখানে দেখা গেছে এয়ারবাডটি কানের মধ্যে এতটাই শক্তভাবে আটকে গেছে যে সেটি বের করা কষ্টকর হয়ে উঠেছে। এমনকি বের করার সময় এটির প্লাস্টিক টিপও কানের মধ্যে খসে পড়ে।
এ ব্যাপারে রিভলস জানায় বাজারে ছাড়ার সময় এটি আরও বেশি সুরক্ষিত হবে। তাদের এই প্রোটোটাইপ এয়ারবাডে এখনও কোনো মিউজিক সিস্টেম যুক্ত হয়নি। উন্নত সাউন্ডের জন্য প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই অডিও ইকুইপমেন্ট জায়ান্ট অনকিয়ো-এর সঙ্গে চুক্তি করেছে বলেই জানিয়েছে সিএনএন।

একবার পূর্ণ চার্জে এ ব্লুটুথ এয়ারবাডটি ১৪ ঘন্টা চলতে পারবে। নতুন এ এয়ারবাডের বাজার মূল্য হবে ২৯৯ মার্কিন ডলার। আর বাড়তি এয়ারটিপস কিনতে গুণতে হবে আরও ১৫ মার্কিন ডলার।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G