৭ দিনের মধ্যে ব্যবস্থার নির্দেশ

প্রকাশঃ জুন ২২, ২০১৫ সময়ঃ ৩:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম :

courtরাজধানীর গুলশান-বারিধারা লেকের অংশে ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি জে এন দেব চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ ‍আদেশ দেন।

আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করে ৩ সপ্তাহের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন। রুলে গুলশান লেকে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কাউকে অনুমতি না দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।

৪ সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, রাজউক চেয়ারম্যান, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট ৮ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

একটি জাতীয় দৈনিকে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রোববার (২১ জুন) রিট আবেদনটি দায়ের করা হয়।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2024
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G