শাবিতে চলচ্চিত্র উৎসব

প্রথম প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) চলচ্চিত্র বিষয়ক একমাত্র সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’ আয়োজন করেছে সিএফএস চলচ্চিত্র উৎসব ‘১৫ (CFS Film Fest-’15)। দুই দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব চলবে ২৪ ও ২৫ মার্চ।

‘চোখ ফিল্ম সোসাইটি’ CFS Film Fest-2015 শিরোনামে এ চলচ্চিত্র উৎসব আয়োজন করেছে। উক্ত উৎসবে ২ দিনে বিভিন্ন ভাষার মোট ৪টি পূর্ণদৈর্ঘ্য ও ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

প্রদর্শনী অনুষ্ঠিত হবে ক্যাম্পাসের সেন্ট্রাল অডিটোরিয়ামে। আর সেখান থেকেই সংগ্রহ করা যাবে টিকেট। প্রতিটি টিকেটের মূল্য ধরা হয়েছে ২৫ টাকা।

২৪ মার্চ (মঙ্গলবার):
সময়: বিকেল ৩.০০ টা
• Khuda Kay Liye
পরিচালনা: সোহেব মনসুর (Shoaib Mansoor)
ভাষা: উর্দু/ইংরেজী/পাঞ্জাবী/পোস্তু (Urdu/English/Panjabi/Arabic/Pusthu)
সময়: সন্ধ্যা ৬.০০ টা
• এমিলের গোয়েন্দা বাহিনী
পরিচালনা: বাদল রহমান
ভাষা: বাংলা

২৫ মার্চ (বুধবার):
সময়: বিকেল ৩.০০ টা
• Bekas
পরিচালনা: কারজন কাদের (Karzan Kader)
ভাষা: কুর্দিস (Kurdish)
সময়: সন্ধ্যা ৬.০০ টা
• Interstellar
পরিচালনা: Christopher Nolan
ভাষা: ইংরেজী (English)

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G