বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালু

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৫ সময়ঃ ৪:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪২ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি

Barendra Universityবরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ  (জেসিএমএস) নামে নতুন একটি বিভাগের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কো-অর্ডিনেটর মশিহুর রহমান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে-বিদেশে টেলিভিশন, রেডিও ও অনলাইন গণমাধ্যমের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ায় সাংবাদিকতা পেশার বিশেষ চাহিদা তৈরি হয়েছে। তাই এ বিষয়ে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর এম সাইদুর রহমান, উপাচার্য ওসমান গণী তালুকদার এবং উপ উপাচার্য নুরুল হোসেন চোধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/রিন্টু/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G