হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে নিহত ২

প্রথম প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৯:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৭ অপরাহ্ণ

হাবিপ্রবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

habiprobiহল দখলকে কেন্দ্র করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

এ ঘটনায় শিক্ষকসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে ভেটেনারি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিবিএ’র ছাত্র জাকারিয়া জাকি ও মাস্টার্স এর ছাত্র মিল্টন হায়দার।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশনের বর্ষবরণের অনুষ্ঠান চলছিল। এসময় হল দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইসতেখার আহমেদের সঙ্গে ছাত্রলীগ নেতা নয়নের বাক-বিতন্ডা হয়।

খবর পেয়ে ইসতেখার সমর্থকরা নয়নের ওপর হামলা চালায়। পরে নয়ন সমর্থকরাও হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের গুলিবর্ষণ ও টিয়ারশেলে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ছাত্রলীগ কর্মী মিল্টন হায়দার। শিক্ষককসহ আহত হন প্রায় অর্ধশত। পরে আহতদের হাসপাতালে নেয়া হলে মারা যান জাকারিয়া নামে আরও একজন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে দুজন নিহত হওয়ার পরও ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম।

প্রতিক্ষণ/এডি/রুবেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G