রাবিতে নতুন বাস চালু

প্রথম প্রকাশঃ মে ৯, ২০১৫ সময়ঃ ৩:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩০ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:

ruরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন সুবিধা বৃদ্ধির জন্য একটি নতুন বাস চালু করা হয়েছে।

শনিবার দুপুর ১টায় বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াস হোসেন, পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর মো. সাইয়েদুজ্জামান।

৫২ আসন বিশিষ্ট এই বাসটি সংগ্রহ করতে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তবে এই বাসটি কাদের জন্য বরাদ্দ হবে তার সিদ্ধান্ত নেয়া হয়নি।

পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, এই নতুন বাসটিসহ বিশ্ববিদ্যালয়ে মোট বাসের সংখ্যা ৪০টি। আরো একটি বাসের অর্ডার দেওয়া হয়েছে যেটা আগামী জুন মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আনা হবে।

প্রতিক্ষণ/এডি/রাশেদ/আরেফিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G