চবি’র সংস্কৃত বিভাগে তালা

প্রথম প্রকাশঃ মে ৯, ২০১৫ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৯ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

তালাদীর্ঘদিন ধরে পরীক্ষা না হওয়া ও অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ না করায় শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে তালা লাগিয়েছে ২০১০-২০১১ সেশনের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, বিভাগের প্রত্যেকটি ক্লাস রুমের দরজায় তালা আটকানো হয়েছে । প্রত্যেকটি দরজায় শিক্ষার্থীদের ৭ দফা দাবী সংবলিত পোস্টার লাগানো।

দাবীগুলোর মধ্যে রয়েছে, আগামী ৭ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ, যথাসময়ে পরীক্ষা গ্রহন, নিয়মিত ক্লাস পরিচালনাসহ ৭ দফা দাবী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, পরীক্ষা দিয়েছি কিন্তু ফলাফল পাচ্ছিনা। গত ১৪ মাসেও আমাদের পরীক্ষা হচ্ছেনা। পরীক্ষা কবে হবে তাও জানি না। পরীক্ষা কমিটির কাছে গেলে তারা বিভাগের চেয়ারম্যানের কাছে যেতে বলেছে।

শ্রেণীকক্ষে তালা প্রসঙ্গে সংস্কৃত বিভাগের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করলে তিনি এখন ব্যাস্ত তাই কথা বলতে পারবেন না বলে জানান।

বিভাগের তালা লাগানো প্রসঙ্গে প্রক্টর বলেন, বিষয়টি আমরা শুনেছি । শিক্ষার্থীদের সমস্যার একটি স্থায়ী সমাধানের চেষ্ঠা চলছে।

 

প্রতিক্ষণ/এডি/শরীফ/নুর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G