বিশ্ব রক্তদাতা দিবস পালিত

প্রথম প্রকাশঃ জুন ১৪, ২০১৫ সময়ঃ ৮:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৯ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:

IM‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’স্লোগানকে সামানে রেখে রক্তদাতা সংগঠন ‘বাঁধন’এর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ‘বিশ্ব রক্তদাতা দিবস’ পালন করেছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে এখানে তারা ক্যাম্পেইন করে দুপুর ২টা পর্যন্ত রক্ত গ্রুপ নির্নয় কর্মসূচি পালন করে।

এ বিষয়ে বাঁধনের রাবি শাখার সভাপতি সোহানুর রহমান সুজন বলেন, আমাদের এই সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে এ বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১,২৩০ ব্যাগ রক্তদান করেছি। তারা বিভিন্ন সময়ে বিনামূল্যে রক্ত গ্রুপিং করে দেন বলেও জানান।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G