জবিতে ককটেল বিস্ফোরণ, অবকাশ ভবন সিলগালা

প্রথম প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

jabi 01জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ভবনের সামনে পর পর দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনায় সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ‘অবকাশ ভবন’ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার ৪টার দিয়ে উপাচার্যের নির্দেশে ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ ভবনটির মূল ফটকের সিলগালা করে দেন।

এ বিষয়ে সহকারী প্রক্টর মো. নাসিরউদ্দিন বলেন, ককটেলের গতিবিধি দেখে মনে হচ্ছে এটি অবকাশ ভবন থেকে ছোড়া হয়েছে। তাই আমরা নিরাপত্তার স্বার্থেই ভবনটি সিলগালা করে দিয়েছি।

এদিকে অবকাশ ভবন বন্ধ করে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ কথা অবগত করা হলে সহকারী প্রক্টর মা. নাসিরউদ্দিন বলেন, আমরা এটি সাময়িক বন্ধ করেছি। পরিস্থিতি শান্ত হলেই খুলে দিব। সাংস্কৃতিক কার্যক্রমে আমরা ব্যাঘাত ঘটাতে চাই না।

প্রতিক্ষণ/এডি/চাপা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G