চবি’র ট্রেন সময় সূচিতে পরিবর্তন

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৭, ২০১৫ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩২ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

realpatriot007best_1311633826_1-252027_1771245730212_1511338357_31644348_881011_nচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পহেলা নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম বর্ষ স্নাতক (সন্মান) ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পরিবর্তন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে যোগাোযগের প্রধান মাধ্যম শাটল ট্রেন।

চট্টগ্রাম নগরী থেকে প্রায় ২২ কিলোমিটার দূরবর্তী ক্যাম্পাসে আসার কথা বিবেচনা করে নতুন করে সূচির পরিবর্তন এর কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এস.এস.এম আকবর হোছাইন।

তিনি বলেন ‘১ম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার লক্ষ্যে নতুন সময়সূচি দেওয়া হয়েছে। যা পরীক্ষাকালীন সময় বলবত থাকবে’।

উল্লথিত সময়সূচি বটতলী রেলস্টেশন থেকে চ.বি. ক্যাম্পাস অভিমুখে-সকাল ৬.১৫ মিনিট, সকাল সাড়ে ৭.৩০ মিনিট, সকাল ৮.৩০ মিনিট, দুপুর ১২টা, বিকেল ৩.০০মিনিট, বিকেল ৪.০০মিনিট ও রাত ৮.৩০ মিনিট।

চবি ক্যাম্পাস থেকে চট্টগ্রাম বটতলী রেলস্টেশন অভিমুখে-সকাল ৭.২৫ মিনিট, সকাল ৯.০০ মিনিট, দুপুর ১.০৫ মিনিট, দুপুর ১.৩০ মিনিট, বিকেল ৪.৫০ মিনিট, বিকেল ৫.৩০ মিনিট ও রাত ৯.৪০ মিনিট।

এছাড়া দুইটি ডেম্যু ট্রেন সকাল সাড়ে ৯টা বটতলী স্টেশন থেকে ছেড়ে বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হবে এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুনরায় ছেড়ে যাবে।

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G