২১ ডিসেম্বর চবির চতুর্থ সমাবর্তন

প্রথম প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৪ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

cobi২১ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্টপ্রতি আব্দুল হামিদ সমাবর্তনে উপস্থিত থেকে সভাপতিত্ব করার আশ্বাস দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বিষয়ে নিশ্চিত করেছেন রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসার ড. কামরুল হুদা।
তিনি বলেন, আগামী ১১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এবং সরাসরি আবেদন করতে পারবে।
২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পরীক্ষায় উত্তীর্ণ পিএসডি/এম এ (ELTV)/এ বি এস ডি/বিডি এস/বি এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ডিজিও, ডি অর্থ, ডি এল ও, ডিসিও, ডিসিএইচ, ডিএ, ডিকএ, ডিকার্ড ডিডিভি (চিকিংসা বিজ্ঞান) বি এসসি ইন নার্সিং (পোস্ট বেসিক/পাবলিক হেলথ নাসিং/সাধারণ) ডিগ্রী সনদ ও চ্যান্সেলর স্বর্ণ প্রদক বিজয়ীদের পদক প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.cu.ac.bd) এবং ০১৮১৪২০২০১৭, ০১৮১৫৬২০৪১, ০১৭১৬১২৫৭০ নম্বর থেকে সমাবর্তন সম্পর্কিত তথ্য জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এর নিচে “হেল্প ডেস্ক” এ সহায়তা পাওয়া যাবে।
উল্লেখ্য যে, চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্টিত হয়েছিল ২০০৮ সালে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G