৩৪তম বিসিএসের ফল বাতিলে রুল

প্রথম প্রকাশঃ নভেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ৩:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

PSC৩৪তম বিসিএস পরীক্ষার ফলাফল কেন বাতিল করা হবে না এবং ভাইভা কেন পুনরায় নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুর-উস সাদিক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল ফরিদা ইয়াসমিন। অ্যাডভোকেট নুর-উস সাদিক জানান, নিয়মনুযায়ী মেধাক্রম অনুসারে ফল প্রকাশ করতে হবে। পিএসসি এটি না করে রোল নম্বর অনুসারে ফল প্রকাশ করেছে।

চার সপ্তাহের মধ্যে পিএসসির চেয়ারম্যান, শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত সপ্তাহে চৌধুরী জাফর শরীফ নামের এক ব্যক্তি ফলাফল বাতিল চেয়ে রিট দায়ের করেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G