জাবিতে ১ম বর্ষের ভর্তি শুরু

প্রথম প্রকাশঃ জানুয়ারি ৩, ২০১৬ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

ju_resultজাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভিড় করছে  ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এই ভর্তি প্রক্রিয়া আগামী বুধবার পর্যন্ত চলবে। মেরিট লিস্টের ভর্তি শেষে আগামী ৯ জানুয়ারি বিভাগ পরিবর্তনের (মাইগ্রেশন) তালিকা প্রকাশ করা হবে। পরদিন বিভাগ নির্ধারিত হবে।

তিনি জানান, এ বছর মাইগ্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। ভর্তিচ্ছুদের পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন হয়ে যাবে।

তিনি আরও জানান, মেধা তালিকার মাইগ্রেশন শেষে আগামী ১৬ জানুয়ারি প্রথম ‘অপেক্ষমান তালিকা’ প্রকাশ করা হবে। ওই তালিকা থেকে ভর্তি করা হবে ২৬ ও ২৭ জানুয়ারি। আসন শূন্য থাকা সাপেক্ষে ৪ ফেব্রুয়ারি পরবর্তী অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, ক্লাস শুরুর পর প্রথম ১০ দিন কোনো শিক্ষার্থী একটানা অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G