জাবিসাসের নতুন উপদেষ্টা শাহেদুর রশিদ

প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৬ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৬ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

7935bc9জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৬ সেশনের জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. শাহেদুর রশিদকে নতুন উপদেষ্টা মনোনিত করা হয়েছে।

মঙ্গলবার জাবিসাসের দপ্তর সম্পাদক রেজাউল করিম হীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার বিকালে জাবিসাস কার্যালয়ে কার্যকরী পরিষদের এক সভায় তাকে এ মনোনয়ন দেয়া হয়।

এছাড়া সভায় কার্যকরী সদস্য হাসান দবির উদ্দীন উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. শাহেদুর রশিদের নাম প্রস্তাব করলে সমিতির অন্যান্য সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেয়া হয় বলে তিনি জানান।

এর আগে ড. রশিদ সমিতির ২০১৫-১৬ কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বলেও জানা যায়।

জাবিসাসের উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় ড. শাহেদুরকে অভিনন্দন জানিয়েছেন সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজনসহ সমিতির অন্যান্য সদস্যরা।

জানা যায়, এর আগে উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ।

উল্লেখ্য, জাবিসাস ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্যন্ত সুনামের সাথে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। বর্তমানে দেশের স্বনামধন্য জাতীয় গণমাধ্যমগুলোর মোট ৪৭ জন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এতে সদস্য হিসেবে আছেন।এছাড়া বর্তমানে জাবিসাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বে আছেন দেশের প্রথম নারী ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বশেষ

সর্বাধিক পঠিত

20G